1. admin@dailymudrabazar.com : admin :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

জেমকন সাহিত্য পুরস্কার পেলেন ৪ কবি–সাহিত্যিক

  • আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০১ বার পঠিত

মূদ্রাবাজার: ২০২১ সালের জেমকন সাহিত্য পুরস্কার পেলেন আফসানা বেগম। তরুণ শ্রেণিতে কথাসাহিত্যে সঞ্জয় পাল, কবিতায় যৌথভাবে মারুফা মিতা ও দিপন দেবনাথ পেয়েছেন জেমকন পুরস্কার।

মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাঁদের পুরস্কৃত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র।

মঞ্চে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ। আফসানা বেগমকে তাঁর ‘কোলাহল থামার পরে’ উপন্যাসের জন্য ৫ লাখ টাকা, সঞ্জয় পালকে ‘দ্বীপরাজ’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য ১ লাখ টাকা, মারুফা মিতার কবিতার পাণ্ডুলিপি ‘বোতামঘর’ ও দিপন দেবনাথের ‘আদি ফসিলের গান’-এর জন্য উভয়কে ৫০ হাজার টাকা করে চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আমরা ২০০০ সালে কাগজ সাহিত্য পুরস্কার প্রবর্তন করি। পরে ২০০৩ সাল থেকে তা জেমকন সাহিত্য পুরস্কার নামে দিয়ে আসছি। বাংলা সাহিত্যের সৃজনশীল লেখকদের সম্মানিত করার জন্যই মূলত এ পুরস্কার দেওয়া হয়। জেমকন সাহিত্য পুরস্কার সৃষ্টিশীল লেখকদের প্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস।’

এ সময় মঞ্চে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, কবি মোহাম্মদ সাদিক, ভারতের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিখিলেশ রায়, কলকাতার বিদ্যানগর কলেজের অধ্যাপক বনানী চক্রবর্তী, কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল।‌

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আফসানা বেগম বলেন, প্রত্যাশাহীন কর্তব্য পালনের জন্য যদি পুরস্কার পাওয়া যায়, তাহলে আনন্দের সীমা থাকে না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেমকন সাহিত্য পুরস্কার পর্ষদের সদস্যসচিব কবি শামীম রেজা। ২০২০ সালের পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের হাতেও মঙ্গলবার তুলে দেওয়া হয় পুরস্কার। করোনা মহামারির কারণে সে সময় শুধু পুরস্কৃত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছিল। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহিত্যে মাসরুর আরেফিন, তরুণ কথাসাহিত্যে যৌথভাবে জব্বার আল নাঈম ও ধ্রুপদি রিপন এবং কবিতায় হাসনাইন হীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ ডেইলি মুদ্রাবাজার
Theme Customized By Shakil IT Park