মূদ্রাবাজার: স্থানীয়ভাবে তৈরি করা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও শীর্ষ রাজনীতিকরা। টিকার হার বৃদ্ধি, বিশেষ করে বুস্টার ডোজের হারকে বৃদ্ধির প্রচারণা উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছে চীন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপপ্রধান জেং ইক্সিন বলেছেন, এর মধ্য দিয়ে দেখানো হয়েছে যে, চীনের টিকার প্রতি আস্থা আছে দেশের নেতাদের। এ ধরণের স্বাস্থ্যগত তথ্য সাধারণত জনগণের সঙ্গে শেয়ার করা হয় না। তিনি বলেন, দেশের নেতারা সবাই দেশেই তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
জেং ইক্সিন বলেন, দেশের শীর্ষ নেতারা এই টিকা নেয়ার মধ্য দিয়ে এটাই গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে যে, এই মহামারি প্রতিরোধযোগ্য এবং এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কাজ করে। কর্মকর্তারা টিকা নেয়ার হার বৃদ্ধি করার চেষ্টা করছেন। চীন করোনা ভাইরাসের ক্ষেত্রে জিরো কোভিড কৌশল অনুসরণ করছে। এর মধ্যে রয়েছে গণহারে পরীক্ষা। কঠোর আইসোলেশন নিয়মকানুন।
Leave a Reply